করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় ত্রিশালে মাঠে পুলিশ

করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় ত্রিশালে মাঠে পুলিশ

শেয়ার করুন

160431456_773825296594524_6788714535356781902_n

মামুনুর রশিদ, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশালে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় থানা পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ (রবিবার)সকালে ত্রিশাল থানা পুলিশের আয়োজনে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কয়েক হাজার মাস্ক বিতরণ ,ও র্যালী অনুষ্ঠিত হয়। ত্রিশাল থানা চত্বর থেকে একটি র্যালী ত্রিশাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ত্রিশাল থানায় গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাইন উদ্দিন। এ সময় ত্রিশাল থানার কর্মরত অফিসাররা র্যালীতে অংশগ্রহণ করেন। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, বাংলাদেশ পুলিশ সারা বাংলাদেশে একযোগে কাজ করে যাচ্ছে। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। নিরাপদ দূরত্বে সবাইকে চলাফেরা করতে হবে। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলা করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মাস্ক পরতে হবে।