কক্সবাজারে কঠোর ‘লকডাউন’ বাস্তবায়নে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি

কক্সবাজারে কঠোর ‘লকডাউন’ বাস্তবায়নে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি

শেয়ার করুন
কক্সবাজারে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাঠে নেমেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে সাতদিনের সরকারি কঠোর ‘লকডাউন’ বাস্তবায়নে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। 
received_184829696987535
।। অর্পণ বড়ুয়া, কক্সবাজার ।।
কক্সবাজার শহরের প্রধান সড়কের কালুর দোকান, বাজার ঘাটা, শহীদ শরণী ও কলাতলীর বিভিন্ন সড়কে জেলা প্রশাসনের নেতৃত্বে টহল জোরদার করা হয়েছে৷
সরকারী বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বন্ধ রাখা হয়েছে সরকারী, বেসরকারী  অফিস, যানবাহন ও দোকানপাট।
কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ জানিয়েছেন, কক্সবাজারের শহরের পাশাপাশি উপজেলা শহরগুলোতে লকডাউন বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। অতি জরুরি প্রয়োজনে ‘বিধিনিষেধের’ সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না। বিনা কারণে বাড়ির বাইরে গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ মানুষের চলাচলে ‘বিধি-নিষেধ’ আরোপ করে ২১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত ‘বিধি-নিষেধ’ আরোপ করা হলো।