উত্তরবঙ্গের ১৬ জেলায় চলা পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার

উত্তরবঙ্গের ১৬ জেলায় চলা পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

সাত দফা দাবিতে উত্তরবঙ্গের ১৬ জেলায় চলা পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন উত্তরবঙ্গ ট্রাক-লরি-কভার্ডভ্যান-পিকআপ মালিক-শ্রমিক ঐক্যপরিষদের আহ্বায়ক আব্দুল মান্নান।

গত রোববার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছিলো। উত্তরবঙ্গের স্থলবন্দরগুলো থেকে সারা দেশের পণ্য পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েন ব্যবসায়ীরা। মালিক-শ্রমিকদের অভিযোগ , গাড়ির কাগজপত্র দেখার অজুহাতে ভ্রাম্যমাণ আদালতের নামে সার্জেন্ট ও হাইওয়ে পুলিশ মালবাহিগাড়ি আটকে রাখে। পরে মোটা অংকের টাকার বিনিময়ে তা আবার ছেড়ে দেয়।

এর সমাধান না হলে ঈদের পর থেকে লাগাতার পণ্য পরিবহন ধর্মঘট করা হবে বলেও জানিয়েছেন পরিবহন নেতারা।