আখ সঙ্কটে নাটোরের নর্থবেঙ্গল সুগার মিল বন্ধ

আখ সঙ্কটে নাটোরের নর্থবেঙ্গল সুগার মিল বন্ধ

শেয়ার করুন

রাজশাহী প্রতিনিধি:

মাড়াই করার মত আখ না থাকায়, শনিবার দুপুরে নর্থবেঙ্গল সুগার মিল উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জানিয়েছেন, আখ চাষীদের সঙ্গে কথা বলে সঙ্কট সমাধানের চেষ্টা চলছে।

গত ২৮ অক্টোবর ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে চালু করা হয় নর্থবেঙ্গল সুগার মিল। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আখের মূল্য পরিশোধের জটিলতাসহ বিভিন্ন কারণে কৃষকরা আখ সরবরাহ করতে না পারায় মিলটি বন্ধ হয়ে গেলো।