শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার সড়ক থেকে ট্রলি বোঝাই ১০ টাকা কেজি দরের ৩০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রলি চালককে আটক করা হয়েছে। আটক ট্রলি চালকের নাম ওয়াহাব আলী।
নালিতাবাড়ী থানার ওসি একেএম ফসিহুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে নিম্নবিত্তদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের ৩০ বস্তা চাল ওই ট্রলি ভর্তি করে চালক কলসপাড় থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই চাল বোঝাই ট্রলিসহ চালককে নালিতাবাড়ী- গাজীরখামার সড়কের বালুঘাটা থেকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।
তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত চালের ওজন কত এবং কারা এ চাল কোথায় নিয়ে যাচ্ছিল তা জানা যায়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে ওই চাল উপকারভোগীদের কাছ থেকে কিনে নিয়ে অন্যত্র চালান করছিল একটি চক্র। এই বেআইনী কাজের সঙ্গে কারা কারা কারা জড়িত পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। সেই সঙ্গে কোন অসাধু ডিলার ওই চাল বিক্রি করে দিয়েছে নাকি তা কালো বাজারের বিক্রির উদ্দেশ্যে চালান করছিল সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।