।। নেত্রকোণা প্রতিনিধি।।
শুক্রবার (১২ নভেম্বর) বাদ আসর সদ্যপ্রয়াত জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আসিফ মাহমুদ রনির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, সাধারণ সম্পাদক খাইরুল হাসান লিটু, সহ-সভাপতি মাহবুবুর রহমান রাসেল,সাংগঠনিক সম্পাদক সঞ্চয় সাহা, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস মিন্টু, যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান, সম্মানিত সদস্য সাংবাদিক আসাদুজ্জামান তালুকদারসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা সদরের ছোটবাজারস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত নেতাকর্মীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ রনির আকষ্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন ।