রাঙ্গামাটির শান্তিবাহিনীর নৃশংসতার ২০ তম বার্ষিকী

রাঙ্গামাটির শান্তিবাহিনীর নৃশংসতার ২০ তম বার্ষিকী

শেয়ার করুন

rangamati-pic-08-09-16

রাঙ্গামাটি প্রতিনিধি :

৯ সেপ্টেম্বর, পাকুয়াখালী ট্রাজেডি দিবস। ১৯৯৬ সালের এ দিনে রাঙ্গামাটির বাঘাইছড়ি – লংগদুর সীমান্তবর্তী পাকুয়াখালীতে নিরীহ ৩৫ বাঙালি কাঠুরিয়াকে নৃশংসভাবে হত্যা করেছিল সে সময়কার শান্তিবাহিনী।

১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর  রাঙ্গামাটির পাকুয়াখালী কাঠুরিয়া হত্যাকাণ্ড একটি গণহত্যা বলে পালন করছে পার্বত্য অঞ্চলের বাঙ্গালীরা । দিবসটি উপলক্ষে পার্বত্য বাঙ্গালী সংগঠনের উদ্যোগে শুক্রবার লংগদুতে বিস্তারিত কর্মসূচী নেয়া হয়েছে।

সেদিন শান্তিবাহিনী মিটিং করার মিথ্যা আশ্বাস দিয়ে ডেকে নিয়ে ৩৫ জন নিরীহ বাঙালি কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করেছিল। শান্তিবাহিনী সেদিন এতগুলো মানুষকে হাত-পা বেঁধে নানাভাবে কষ্ট দিয়ে হত্যা করেছিল এই অসহায় মানুষগুলোকে। প্রতিটি লাশকেই বিকৃত করে সেদিন চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিল তারা।

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সীমান্তবর্তী বাঘাইছড়ির পাকুয়াখালীতেও চাঁদা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার জন্য ৯ সেপ্টেম্বর ’৯৬ একটি বৈঠক ডাকা হয়। এই বৈঠকে কাঠুরিয়ারা গিয়ে আর ফিরে আসতে পারেনি। মোহাম্মদ ইউনুছ মিয়া এক মাত্র ব্যক্তি সেদিনকার বাঁধা অবস্থা থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। এই ইউনুছ মিয়ার দেখানো পথ ধরেই সে দিন খুঁজে বের করা হয় ২৮ জনের ক্ষত-বিক্ষত, বিকৃত লাশ। অপর ৭ হতভাগ্যেরতো লাশ আর খুঁজে পাওয়া যায়নি।

এমন নির্মম দৃশ্য দেখে সেদিন পার্বত্যাঞ্চলের আকাশ-বাতাস স্তম্ভিত হয়ে গিয়েছিল। শোকে ভারি হয়ে উঠেছিল সমস্ত পরিবেশ। পরে উদ্ধার করা লাশগুলি এনে লংগদু উপজেলা মাঠ সংলগ্ন খোলা যায়গায় দাফন করা হয়।