রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় বজ্রপাতে মারা গেছেন তিন জেলে। নিহতরা হলেন, বড় বিহানালী এলাকার আবুল হোসেন, জালাল উদ্দীন ও খোরশেদ আলম।
বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম জানান , রোববার সকালে বৃষ্টির মধ্যে বাগমারার বড় বিহানালী গ্রামের বিলসুতি বিলে নৌকায় করে মাছ ধরছিলেন চার জেলে। বেলা ১১ টার দিকে ওই নৌকায় বজ্রপাত হলে, নৌকা ডুবে সবাই পানিতে তলিয়ে যায়।
পরে সাঁতরে মনসুর নামে একজন তীরে উঠতে পারলেও, অপর তিনজনই পানিতে তলিয়ে যায়। খোঁজাখুজির পর দুপুর দেড়টায় বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।