রংপুর প্রতিনিধি:
রংপুরে পুলিশের বিরুদ্ধে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। নিহত নুরুন্নবী মিয়া রংপুর শহরের বালাটারি গ্রামের আব্দুর রশিদ মোয়াজ্জিনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে একদল পুলিশ নুরুন্নবীর বাড়িতে অভিযান চালায়। পুলিশ মোটরসাইকেল চুরির অভিযোগে তাকে আটক করে মারধর শুরু করে। এতে নুরুন্নবী মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে তাকে পুলিশ ভ্যানে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরুন্নবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী উত্তেজিত হয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। পরে কোতোয়ালি থানার ওসি গিয়ে দোষী পুলিশ সদস্যদের শাস্তির আশ্বাস দিয়ে তাদের উদ্ধার করেন।
রংপুরের পুলিশ সুপার জানান, এ ব্যাপারে তদন্ত চলছে । কোনো পুলিশ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।