
অভিযানে মেয়াদ ও মূল্য বিহীন পণ্য ও ঔষধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
পরে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হাবিলউদ্দিন এবং দূর্গাপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন পুলিশ লাইনের একটি টিম।