কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মুরাদনগরে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের দুই এএসআই আহত হয়েছে। বুধবার পুলিশ বাদী হয়ে এ ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আহতরা হলেন এএসআই সুমন চাকমা ও এএসআই সফিক মিয়া। উপজেলার জাহাপুর উত্তর পাড়া খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশের সূত্র জানায়, উপজেলার জাহাপুর খেয়াঘাট এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় আলমগীর ও সাইফুলের নেতৃত্বে কিছু মাদক ব্যবসায়ী মাদক বেচা কেনার জন্য একত্রে হয়েছে এমন সংবাদের ভিত্তিতে এএসআই সুমন চাকমা ও এএসআই সফিক মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এতে দুই এএসআই আহত হয়।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এএসআই সুমন চাকমাকে ভর্তি ও সফিক মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অপরাধে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জাড়িতদের আটকে বিভিন্ন স্থানে অভিযান চলছে।