নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে ২ নৈশ প্রহরীকে হত্যা করে তিনটি দোকান লুট করেছে ডাকাতরা।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতে উত্তর লক্ষণখোলা মাদ্রাসা ষ্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন নৈশপ্রহরী রায়হানউদ্দিন ও মোতালেব।
গভীররাতে একদল ডাকাত হানা দিয়ে তাদের উপর হামলা চালিয়ে মারধর করে, ৩টি দোকানে লুটপাট করে। সকালে পরিছন্নতা কর্মীরা তাদের দুজনকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে রায়হান এবং মোতালেবকে উদ্ধার করে। ঘটনাস্থলেই মারা যান রায়হানউদ্দিন।
গুরুতর আহত মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর পর মারা যান তিনি। ডাকাতরা এসময় সততা ব্যাটারী মেলা, সততা ব্যাটারী সাভিসিং ও বিসমিল্লাহ ব্যাটারী স্টোর থেকে ৫০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে জানায় পুলিশ।