চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালায় বেপরোয়া শ্যামলী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৪ জন। আহতদেরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
বুধবার রাত ১১টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। হতাহত ৭ জনের মধ্যে ৪ জনই প্রাইভেট কারের যাত্রী।
নিহতরা হলেন, চট্টগ্রাম হালিশহর চন্দ্রিকা এলাকার মাসুদ কিবরিয়া, বায়োজিদ আতরেরডিপু এলাকার জানে আলম ও মোঃ জামাল। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাবুল খায়ের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে
জানিয়েছেন, চট্টগ্রাম অভিমুখী শ্যামলী বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারকে চাপা দিলে ঘটনাস্থলে ২ জন প্রান হারান। পরে ১ জনকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান৷ নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷