শিশু নির্যাতনের দায়ে তিন আসামিকে ফাঁসির দণ্ড

শিশু নির্যাতনের দায়ে তিন আসামিকে ফাঁসির দণ্ড

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

গাইবান্ধায়, শিশু তাসিন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এ মামালায় আসামি ছিলো ১০ জন। আদালত ৭ জনকে বেকসুর খালাস দিয়েছন।

বৃহস্পতিবার দুপুরে, গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রতনেশ্বর ভট্টাচার্য্য এ রায় দেন। শিশু তাসিন সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আমিনুল ইসলাম রোমেলের ছেলে। ২০১০ সালে তাসিন তার মায়ের সাথে পাশের খামার-পীরগাছা গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়।

ওই গ্রামের জাহিদ, পাভেল, রুবেলসহ কয়েকজন শিশুটিকে কৌশলে অপহরণ করে। এরপর তারা তাসিনের স্বজনদের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা শিশু তাসিনকে গলা টিপে হত্যার পর একটি ডোবায় ফেলে দেয়।