।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর ।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দ্রুতগামী বাসের চাপায় একটি পরিবহনের লাইনম্যান ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফরহাদ হোসেন (৪৫) চাঁদপুর জেলার সদর উপজেলার চাঁনপুর এলাকায় মৃত শাহজাহানের ছেলে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় শুক্রবার বিকেলে ফরহাদ কাজ করছিলেন,এমন সময় দ্রুতগামী একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক এটিএন টাইমসকে জানান,”ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে,পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”