সৈয়দ শামসুল হকের বহুমাত্রিকতা

সৈয়দ শামসুল হকের বহুমাত্রিকতা

শেয়ার করুন

syed_shamsul_haq_0

নিজস্ব প্রতিবেদক :

সৈয়দ শামসুল হক শুধু সব্যসাচীই না। তিনি ছিলেন সবসময়ের। ৫০ এর দশক থেকে ২০১৬ সময়ে সময়ে পাল্টেছে তাঁর লেখার ধরণে। তবে সবসময় তিনি ছিলেন বাংলাদেশের মানুষের খুব কাছাকাছি। গান, কবিতা, ছোটো গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্রের চিত্রনাট্য প্রতিটি অঙ্গনেই পেয়েছেন জনপ্রিয়তা।

১৬ বছর বয়সেই ঘর ছেড়ে পালিয়েছিলেন এই সব্যসাচী। মুম্বাইয়ে গিয়েছিলেন সিনেমায় কাজ করার টানে। সহকারী পরিচালক হিসেবে কাজ করে দেশে ফিরে আসেন। কিন্তু সিনেমার টান যায়নি তাঁর। বাংলাদেশের সিনেমার অনেক জনপ্রিয় গান তৈরি হয়েছে সৈয়দ হকের কলমে।

জাগো বাহে কোন্ঠে সবায় … নাটকের এই স্লোগান হয়ে উঠেছে রাজপথের স্লোগান। সৈয়দ হকের কবিতার অংশ স্লোগান হয়ে ঘুরেছে বহু তরুণের কণ্ঠে। সেই তরুণ বৃদ্ধ হয়েছেন, নতুন তরুণের রাজপথের সঙ্গী হয়েছেন সৈয়দ হক।

শুধু মূল ধারার কবিতা না। বরং আঞ্চলিক ভাষার কবিতা তুমুল জনপ্রিয় হয়েছে শামসুল হকের পরাণের গহীন ভেতর বইয়ের মাধ্যমে।

কবিতাকে মঞ্চেও প্রতিষ্ঠিত করেছেন অন্য মাত্রায়। তাঁর কাব্য নাটকে কাজ করার সুখ স্মৃতি বিদায় বেলায় শ্রদ্ধাভরে স্মরণ করলেন নাট্যাঙ্গনের বোদ্ধারা। এত যার ব্যপ্তি, তিনিইতো সব্যসাচীই। ও বিদায় বেলায়ও সহযাত্রীরা বলছিলেন সৈয়দ শামসুল হকের বহুমাত্রিকতার কথা।