শুধু নামেই রোকেয়া দিবস!

শুধু নামেই রোকেয়া দিবস!

শেয়ার করুন

52a4c399245e3-untitled-4রংপুর প্রতিনিধি:

৯ ডিসেম্বর, শুক্রবার। বেগম রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৬তম জন্ম ও ৮৪তম মৃত্যুবার্ষিকী।

দিনটি উপলক্ষে রংপুরের পায়রাবন্দে নানা কর্মসূচি পালিত হলেও এখানে স্থাপিত স্মৃতিকেন্দ্রটি তালাবদ্ধ এক যুগেরও বেশি সময় ধরে। ফলে বেগম রোকেয়াকে নিয়ে মানুষ জানবে, তাকে নিয়ে গবেষণা করবে এমন সুযোগ নেই।

২০০১ সালে মিঠাপুকুরে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র উদ্বোধন করা হয়। এতে ছিলো সংগ্রহশালা, আধুনিক গবেষণা কক্ষ, পাঠাগার, অডিটরিয়ামসহ অন্যান্য সুবিধা। কিন্তু ২০০৮ সালে তত্বাবধায়ক সরকার এখানে চালু করে গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র। ফলে বন্ধ হয় রোকেয়া চর্চা ও গবেষণা। পরে গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্রটিও বন্ধ হয়ে যায়। ভবনটি এখন তালাবদ্ধ।

স্মৃতিকেন্দ্রের রক্ষণাবেক্ষণে যাদের নিয়োগ দেয়া হয়েছিল, তারাও বেতন পান না এক যুগ ধরে। শুধু তাই নয়, ৩ লাখ ৭৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া । কেবল প্রতি বছর ৯ ডিসেম্বর এলে ভবনটি ধুয়ে মুছে পরিস্কার করা হয়, আর আয়োজন করা হয় ৩ দিনের মেলা। বেগম রোকেয়ার স্মৃতি এবং তার আদর্শকে ধরে রাখতে স্মৃতি কেন্দ্রটিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধিনে দেয়ার দাবি স্থানীয়দের।