শাহজাহান আবদালী’র পোশাক বালিকা

শাহজাহান আবদালী’র পোশাক বালিকা

শেয়ার করুন
170595701_1163057130797249_1523005770405235323_n

পোশাক বালিকা
শাহজাহান আবদালী
185039452_1182238425545786_7645674760713329233_n
পোশাক বালিকা ওরা
ওদের দু’চোখে হামাগুড়ি খায়
জীবনের স্বপ্নরা।
কোন সেই সুদূরের গ্রাম থেকে আসে
শুধু জীবনের টানে
পোশাক কলের গতি বেড়ে যায়
ওদের শ্রমের ঘ্রাণে।
কোমল-পেলব হাতগুলো হয়
কঠিন শক্তিময়ী
সুখের আশায় ওরা হয়ে ওঠে
অপার দুঃখজয়ী।
ওদের শ্রমের ফসলের টাকা
বাঁচায় দেশের প্রাণ
ওদের কষ্ট ধিকিধিকি জ্বলে
স্রষ্টা দেখতে পান।
শুধুই বোঝে না মালিক তাদের,
তারা শুধু বোঝে টাকা
দেয় না সঠিক শ্রমের মূল্য
থাকে বুঝি চোখ ঢাকা।
ওরা কাজ করে, কাজ করে যায়
শক্তি ফুরোয় কাজে
তবুও পায় না সুখের ঠিকানা
এই জীবনের মাঝে।
ওদের শ্রমেই আসে যে ডলার
দেশ তাতে মাথা তোলে
ওদের শ্রমেই মালিকের পুঁজি
পাহাড়ের মতো ফোলে।
ওদের ঘামের গন্ধে বাতাস
ভারী হয়ে ওঠে তবু
ওদের শ্রমের সঠিক মূল্য
মালিক দেয় না কভু।
শ্রমের সঠিক মজুরি চাইলে
হয়ে যায় কাজহারা
ওরা যে দুঃখি পোশাক বালিকা
নিবু নিবু শুকতারা ।