মেহেদী হাসান হিমেলের কবিতা

মেহেদী হাসান হিমেলের কবিতা

শেয়ার করুন

green bangladeshসবুজ গাঁও
মেহেদী হাসান হিমেল

সবুজে ঘেরা মায়ায় চেরা আমার প্রিয় গাঁও
সেই গাঁ’য়েতে ঘুরে আসতে কে কে তোমরা চাও?

গাঁয়ের পাশে আছে যে এক বয়ে চলা খাল
সেই খালেতে ছুটে যেতাম ফেলতে আমি জাল।

হাজার পাখি আসতো খালে শীতের মৌসুম জুড়ে,
হাওয়ার টানে ভেসে এসে বসত আমার কুঁড়ে।

বাড়ীর পাশেই ছিল আবার শস্যখেতের মাঠ
সেই মাঠেতে সেরে ফেলতাম বিদ্যালয়ের পাঠ।

মাঝিমাল্লার নাও চলত পুরো বর্ষাকালে
ভাটিয়ালি আর জারি সারি গাইত তালে তালে।

কামার-কুমোর,জুয়ান-বুড়ো সবাই হত জেলে
ঝাঁকে ঝাঁকে মাছ ধরত ছোট্ট মেয়ে-ছেলে।

খরা রোদে ধান লাগাত মাটির মানুষ চাষা
সেই ধানেতে ফলত ফসল মিটত তাদের আশা।

বৃক্ষতলে শীতল ছায়া ঠিক দুপুর বেলায়
খোকা-খুকু থাকত মজে সাপ-লুডু খেলায়।

শান্তি খুঁজে পাওনা যারা ঠিক শহরে থাক
তাঁদের আমি বলছি শোন সেই গ্রামটি আঁক।
না হয় তোমরা আসতে পারো দেখতে সবুজ গাঁও
সেই গ্রামের সৌনদর্য টা দাও বাড়িয়ে দাও।