মা-ই আমার বাবা

মা-ই আমার বাবা

শেয়ার করুন

মা আমার বাবা

মেহেদী হাসান হিমেল

শৈশবেতে পেলাম না তো বাবার কোন আদর
আলমারিতে দেখতে পাই তার গায়ের চাদর।
মায়ের কাছে জানতে চাই বাবা কোথায় গেল?
ও পাশ থেকে মুঠোফোনে বলছে না তো হ্যালো!

বন্ধুদের ও বাবা আছে গল্প শুনি যত
আমার আঁখির অশ্রুগুলো ঝরে পরে তত।
আদর স্নেহ ভালোবাসায় নেয় না আমায় জুড়ে
ফাঁকি দিয়ে বাবা আমার আছে কোন দূরে?

মা তখন কান্না সুরে- আয় খোকা আয়
তোকে দেখে আমার কষ্ট ভুলে থাকা যায়!
আমি-ই তোর বাবা হব শোন খোকা শোন
এই দুনিয়ায় আমার মত নেই যে আপনজন।