বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণের ৭৩ তম জন্মদিন

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণের ৭৩ তম জন্মদিন

শেয়ার করুন

1413121891_1361নিজস্ব প্রতিবেদক :

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণের  ৭৩ তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কাশবন গ্রামে  জন্মগ্রহণ করেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতা, সংগ্রাম, প্রেম-বিরহ, জীবন-প্রকৃতি, স্বপ্ন- সব তার কবিতায় ধরা দিয়েছে এক অপূর্ব রূপে। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম – প্রেমাংশুর রক্ত চাই, কবিতা, অমীমাংসিত রমণী, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, বাংলার মাটি বাংলার জল, তার আগে চাই সমাজতন্ত্র, দূর হ দুঃশাসন ইত্যাদি।

সাহিত্যে বিশেষ অবদানের জন্য নির্মলেন্দু গুণ পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক,  স্বাধীনতা পদক। নিজের জন্মদিনের ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নির্মলেন্দু গুণ লিখেছেন: আমার ৭৩তম জন্মদিনটিকে স্মরণীয় করার জন্য এবার আমি আমার জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছি। আমার গ্রামে, আমার প্রতিষ্ঠিত কাশবন বিদ্যানিকেতন ও শৈলজা সঙ্গীত ভুবনের ছাত্রছাত্রীরা বীরচরণ মঞ্চে আমার জন্মদিন পালন করবে। আমি সেই অনুষ্ঠানে উপস্থিত না থাকার জন্য উদ্যোক্তাদের সম্মতি লাভ করেছি।