পলি শাহীনা’র কবিতা ‘শূন্যতা’

পলি শাহীনা’র কবিতা ‘শূন্যতা’

শেয়ার করুন
131888975_1303185453364609_4372254371263801840_o
আজ আবার তোমাকে দেখছি, বহু বহুদিন পর,
তোমাকে দেখছি তোমার মুখে আকাশ দেখছি,
তুমি মানেইতো আমার আকাশ বিশুদ্ধ অনুভূতি,
তোমার বুকে কালপুরুষ, সন্ধ্যাতারা, সপ্তর্ষি।
আকাশ শুধু দেখা যায় ছোঁয়া যায় না,
হাত বাড়িয়ে ধরতে গেলেই শূন্যতা।
আমাদের মাঝখানে যে অসীম দূরত্ব,
একজীবন দৌড়ালেও তা ঘুচবে না।
তোমার মতো আমিও দুঃখ এড়িয়ে চলি
বুকের ঘরে আকাশটিকে ধারণ করেও তাই,
ছোট্ট করেও আকাশের দিকে হাত বাড়াই না।
ভালোলাগা কিংবা ভালোবাসার দাবীতেও না।
 শূন্যতা/ পলি শাহীনা।