রাজনীতির বইমেলা!

রাজনীতির বইমেলা!

শেয়ার করুন

sohag-220170227200705নিজস্ব প্রতিবেদক :

জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ কিংবা সৈয়দ হকের বইয়ের জন্য এবার পাঠকদের লম্বা কোন লাইন দেখা না গেলেও, রাজনৈতিক নেতাদের বইয়ের জন্য ছিল কর্মীদের ভীড়। সরকারের মন্ত্রী থেকে শুরু করে ছাত্রলীগের নেতা, সবাই বনে গেছেন সেলিব্রেটি লেখক। নেতাকর্মীদের ভীড়ে বইমেলা পরিণত হয় ছোট রাজনৈতিক সমাবেশে।

imagesএ ছবি দেখলে বিভ্রান্ত হবেন যে কেউ। একটু উঁকি মারলেই দেখা যাবে তাকে। তিনি ব্যস্ত অটোগ্রাফ দিতে। ৩০০-৪০০ টাকায় বই কিনে তাতে নেতার অটোগ্রাফের জন্য অপেক্ষা কারো কারো ২-৩ ঘন্টা ধরে।

এবারের মেলায় প্রধানমন্ত্রী-আয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনারও বই বেরিয়েছে। আগামী প্রকাশনীর সামনে তো তাহলে আরো বেশী ভীড়ের প্রত্যাশা করবে যে কোন লজিক্যাল মানুষ। কিন্ত ছাত্রলীগ নেতাদের বইয়ের চাপে মেলায় দৃশ্যটা এমন কেন?

অসমাপ্ত আত্মজীবনী শুধু বঙ্গবন্ধুর নিজের লেখা বাংলাদেশের রাজনীতির ইতিহাসই নয়, বলা হয় ভবিষ্যতে যারা সু-রাজনীতি করবেন তাদের জন্য ব্যাকরণ বইয়ের মত। প্রশ্ন জাগতেই পারে বাংলাদেশের রাজনীতিবিদদের এই দলিল নিয়ে কি এই হই হুল্লোড় হয়েছে কখনো, একই দলের উঠতি নেতাদের, যতটা ছাত্রলীগ নেতাদের ইতিহাস নিয়ে?