তরল করো মনটা

তরল করো মনটা

শেয়ার করুন

অলংকরণ: মাসুক হেলালযখন মেজাজ তিরিক্ষি
শান্ত করো মনটাকে ভাই
তাকিয়ে দেখো বিরিক্ষি
সবুজ পাতার নিটোল ছবি
করবে ভাবুক উদাস কবি,
তরল হবে মনটা
বাজবে ছুটির ঘণ্টা।
যখন মিজাজ মর্জি টাল
চাই মেটাতে রাগের ঝাল
ঠিক তখনই করণ কী?
দাও না বলে ধরনটি।
তাকিয়ে দেখা আকাশ নীল
উড়ছে দোয়েল চড়ুই চিল,
উড়ছে সুখে উড়ছে

রোদ্দুরেও পুড়ছে

খানার খোঁজে ওড়াউড়ি

ইদিক সিদিক ঘোরাঘুরি

সাঁঝ গড়ালে বাসায় যাও

বাইতে হবে ঘুমের নাও।