জাতীয় জাদুঘরে শুরু হয়েছে শীতলপাটি প্রদর্শনী

জাতীয় জাদুঘরে শুরু হয়েছে শীতলপাটি প্রদর্শনী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর জাতীয় জাদুঘরের মঙ্গলবার থেকে শুরু হয়েছে শীতলপাটি প্রদর্শনী। ৯ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন-সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

দর্শকদের সরাসরি পাটি বুননকৌশল দেখানোর জন্য সিলেট থেকে চারজন সুদক্ষ পাটি শিল্পীকে আনা হয়েছে এই প্রদর্শনীর জন্য। ছুটির দিনব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত  খোলা থাকবে।

বাঙালির গৃহসজ্জা ও দৈনন্দিন গৃহকাজের ঐতিহ্যবাহী পরিবেশবান্ধব প্রাকৃতিক উপাদানের শীতলপাটির এ প্রদর্শনীতে বিভিন্ন দৈনন্দিন ব্যবহারের উপযোগী নানা ধরনের শীতলপাটি উপস্থাপন করা হয়েছে। বুননের মাধ্যমে পাটিতে পাখি, ফুল-লতা-পাতা বা অন্য জ্যামিতিক নকশা, মসজিদ, চাঁদ, তারা, পৌরাণিক কাহিনীচিত্র, পাটিকে অনন্য মাত্রা দান করে।