জাতির পিতার জেল জীবন নিয়ে লেখা বইয়ের মোড়ক উম্মোচন

জাতির পিতার জেল জীবন নিয়ে লেখা বইয়ের মোড়ক উম্মোচন

শেয়ার করুন

IMG_1356নিজস্ব প্রতিবেদক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবনের উপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরুর আগে ‘৩০৫৩ দিন’ শীর্ষক এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদফতরের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা বিভাগের তদারকিতে বইটি প্রকাশিত হয়েছে।বইটিতে বঙ্গবন্ধুর কারাজীবনের অনেক দুর্লভ ছবি ও তথ্য রয়েছে।

দুপুরে গণভবনে নতুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে র‌্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেয়া হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্যাজ পরিয়ে দেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য ও পশু সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।