চৌকস থিয়েটারের এক যুগ পূর্তিতে নাটক ইনফরমার

চৌকস থিয়েটারের এক যুগ পূর্তিতে নাটক ইনফরমার

তনু হত্যার বিচার দাবী কুমিল্লার সকল নাট্যকর্মীদের

শেয়ার করুন

sdc14825
কুমিল্লা জেলা প্রতিনিধি :

স্বাধীনতা প্রিয় স্বাধীনতা- তুমি আজ কোথায়? লক্ষ প্রাণের রক্তের স্রোতে ভেসে যাওয়া স্বদেশ; প্রিয় স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য যারা আজ সকল দৃশ্য কাব্যের অন্তরালে তাদের কথা আজকের ক্ষয়িষ্ণু এই সমাজ কতটা মনে রেখেছে? কতটা ধারণ করেছে বুকের গহীন ভেতরে আজকের নব প্রাণ এই নিয়ন আলোর উৎসব।
তবুও বেঁচে থাকবে মাটির ঘ্রাণে, প্রাণের অবগাহনে একজন জামান, একজন রমজু, তুরাব এবং একজন সর্বস্ব হারানো বিরঙ্গনা তাহমিনা অথবা আরও অনেকে…………….
যারা জীবনকে দেখেছে জীবন দিয়ে; স্বপ্ন কিনেছে রক্ত দিয়ে; ভালবাসা কিনেছে অনেক ভালোবেসে। সেই সমস্ত শহিদের নিয়ে এমনই এক কাহিনী নিয়ে শুরু হয়েছে নাটক ইনফরমার।

sdc14829শান্তনু বিশ্বাসের রচনা ও সালেহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ১৩ অক্টোবর কুমিল্লা টাউন হল বীরচন্দ্র নগর মিলনায়তনে হয়ে চৌকস নাট্য সম্প্রদায়ের এক যুগ পূর্তি উপলক্ষে নাটক ইনফরমার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আবদুল্লাহ আল মামুন, ইউসুফ সাজন, খালেদা আক্তার, এ কে এম তাওহীদুর রহমান, আঃ মোতালেব জনি, ডাঃ ইলিয়াস সাগর, মাসুম রানা, নাজিমুল ইসলাম, সৈয়দ আশিকুর রহমান, নাজমুল হাসান খন্দকার, হাবিবুর রহমান, এ এইচ জয়, সোহানুর রহমান সোহেল, মাইনুদ্দিন হাজারী নিরব প্রমুখ।
লাইট হাউস থিয়েটারের সভাপতি শাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় নাটক পূর্ব চৌকস থিয়েটারের এক যুগ পূর্তির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য নাট্যজন ঝুনা চৌধুরী।

sdc14833এর আগে টাউন হল কনফারেন্স রুমে কুমিল্লার সকল নাট্য সংগঠন গুলোর সাথে কুমিল্লার নাটঙ্গনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক উন্মুক্ত আলোচনা করেন ঝুনা চৌধুরী। নাটকের মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দূর করা সম্ভব বলে তিনি মনে করেন। নাট্য শিল্পীরাই নব্বইয়ে স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করেছে এবং আজকে আবার আন্দোলনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কুমিল্লার নাট্যকর্মী তনু হত্যার বিচার হতেই হবে। তনুর মতো অন্যায়ভাবে হত্যাকারী সকল খুনের বিচার করতে নাট্যকর্মীদের এগিয়ে আসতে হবে।

আলোচনায় বক্তারা কুমিল্লার নাট্যঙ্গনের বিরাজমান সমস্যা গুলো তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণ করেন সংলাপ কুমিল্লার সভাপতি ফরিদ উদ্দিন সিদ্দিকী, অধূনা থিয়েটারের সভাপতি শহিদুল হক স্বপন, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, লাইট হাউস থিয়েটারের সদস্য ও প্রতিবিম্ব থিয়েটারের সাবেক সদস্য মোঃ আবদুল হালিম, যাত্রিক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি রাশেদ, কুমিল্লা কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক রাশেদ, লাকসামের ডাকাতিয়া থিয়েটারের সদস্য লিটন চন্দ্র, ভিক্টোরিয়া থিয়েটারের শাহাদাৎ।

এ সময় উপস্থিত ছিলেন যাত্রিকের সভাপতি হাশিম আপ্পু, কবি ফখরুল হুদা হেলাল, লাইট হাউজ থিয়েটারের সভাপতি শাহিদুল ইসলাম সোহেল, সুশান্ত চক্রবর্তী, ফয়সাল সরকার, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রধান আলোচক ও অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিবিম্ব থিয়েটার, লাইট হাউস থিয়েটার, ঐতিহ্য কুমিল্লা, যাত্রিক নাট্য সম্প্রদায়, চৌকস নাট্য সম্প্রদায়, জনান্তিক নাট্য সম্প্রদায়, অধূনা থিয়েটার, লাকসামের ডাকাতিয়া থিয়েটার, কুমিল্লা কলেজ থিয়েটার, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, ভিক্টোরিয়া থিয়েটার ও সংলাপ কুমিল্লা ইত্যাদি সংগঠন।