কবি, সাংবাদিক, প্রাবন্ধিক সাযযাদ কাদির আর নেই

কবি, সাংবাদিক, প্রাবন্ধিক সাযযাদ কাদির আর নেই

শেয়ার করুন

sazzad-kadirনিজস্ব প্রতিবেদক :

কবি, সাংবাদিক, প্রাবন্ধিক সাযযাদ কাদির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়াদী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

কেবল কবিতা নয়– গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, শিশুতোষ সাহিত্য রচনা ও সম্পাদনা, গবেষণা এবং অনুবাদসহ, ৬০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন তিনি। ২০১৬ সালে তিনি পেয়েছিলেন জাতীয় কবিতা পরিষদ পুরষ্কার।

কবি সাযযাদ কাদির ১৯৪৭ সালের ১৪ই এপ্রিল টাঙ্গাইলের মিরের বেতকা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি করটিয়া সাদত কলেজে বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে কলেজের চাকুরী ছেড়ে যোগদান করেন সাংবাদিকতায়। তিনি ২০০৪ সাল থেকে দৈনিক মানবজমিন পত্রিকায় যুগ্ম-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।