কবির প্রয়াণ দিবসে তথ্যচিত্র ‘তুর্যনাদের বাঁশি’

কবির প্রয়াণ দিবসে তথ্যচিত্র ‘তুর্যনাদের বাঁশি’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে তথ্যচিত্র ‘তুর্যনাদের বাঁশি’।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী। তথ্যচিত্রটি এটিএন বাংলায় প্রচার হবে শনিবার দুপুর ১টা ১৫মিনিটে।

unnamedবিশ শতকে উপমহাদেশ কাঁপানো বাঙালির প্রিয় কবি কাজী নজরুল। আমাদের মনের কোণে ঝংকার তোলে আজও যার কথা ও কবিতা।

তার জন্ম ১৩০৬, মৃত্যু ১৩৮৩ বঙ্গাব্দ। জন্মস্থান ভারতে হলেও বাংলাদেশের সঙ্গে কবি নিবিড় সম্পর্কে জড়িয়ে পড়েন। কৈশোরের একটা সময় কেটেছে ময়মনসিংহের ত্রিশাল-দরিরামপুরে। কুমিল্লায় তাঁর শ্বশুরবাড়ি।

ঢাকা ও চট্টগ্রামে কেটেছে তাঁর আনন্দ-বেদনার অনেক দিন। স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় ভারত থেকে নিয়ে আসেন বাংলাদেশে। এর পর থেকে তিনি বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত।