কণ্ঠযোদ্ধা ওস্তাদ মিহির নন্দী আর নেই

কণ্ঠযোদ্ধা ওস্তাদ মিহির নন্দী আর নেই

শেয়ার করুন

mihir-nandi_74873নিজস্ব প্রতিবেদক :

খ্যাতিমান সঙ্গীতজ্ঞ স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠযোদ্ধা ওস্তাদ মিহির নন্দী আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে শনিবার রাতে তিনি পরলোকগমন করেন।

ওস্তাদ মিহির নন্দী ছিলেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং শিক্ষক। বিশুদ্ধ সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের খণ্ডকালীন শিক্ষক, বাংলাদেশ বেতার টেলিভিশনের বিশেষ শ্রেনীর শিল্পী, সুরকার এবং বিচারক মণ্ডলী সদস্য। শুদ্ধসুরের এই সাধক একাত্তরে যুদ্ধের ভয়াবহ দিনগুলোতে গানে কণ্ঠে তুলেছেন উদ্দীপনামূলক সুর। ঘুরেছেন ভারতের শরণার্থী শিবিরগুলোতে।

তার বর্ণাঢ্য সঙ্গীত সাধনায় চট্টগ্রামসহ বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন নানাভাবে। দীর্ঘ সঙ্গীত ও শিক্ষক জীবনে তার হাত দিয়ে তৈরি হয়েছে অসংখ্য শিল্পী। রবীন্দ্র সঙ্গীত মিহির নন্দীর ধ্যান জ্ঞান হলেও আধুনিক, নজরুল ও অতুল প্রসাদ ছাড়াও উচ্চাঙ্গ সঙ্গীতে বিশেষ দক্ষতা রয়েছে তার। ১৯৪৫ সালের ১৪ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন সুরশ্রষ্টা ওস্তাদ মিহির নন্দী।