ওয়ালিউল ইসলাম সাকিবের কবিতাগুচ্ছ

ওয়ালিউল ইসলাম সাকিবের কবিতাগুচ্ছ

শেয়ার করুন

কফির পেয়ালায় পান করি মৃত্যু

মো. ওয়ালিউল ইসলাম সাকিব

কখনও কখনও শরতের বিকেল চৈত্রে মিলায়,
কাশরেণু ফিরে যায় হিমালয়ের দেশে।
আড়মোরা ভেঙ্গে জাগে দাবদাহ,
অবষন্ন প্রহর খুঁজে ফিরে ফাটলের দাগ।
ফেটে চৌচির শুষ্ক ঠোটে,
মাখি ব্লাক কফির ঘন প্রলেপ।
উর্বর উত্তাপে খসে পড়ে পাতলা স্তর,
উষ্ণতায় চায় অভিজাত লিপস্টিকের ঘ্রান;
বেমালুম ভুলে যাওয়া পর্বতে,
আরোহনে কাটে নিছক ব্যস্ত সময়।
লাল পাহাড়ির পাদদেশে পুঞ্জিভূত হয় কষ্ট,
এপিটাফ বেড়ে উঠে টিলায় টিলায়।
গোধুলির রঙে মিশে বিবর্ন খরতাপ,
নির্বাসিত হয় অবাধ্য আনকোরা খেয়ালীপনা;
চৈত্রের ঘাড়ে সন্ধ্যা নেমে এলেই,
কফির পেয়ালায় পান করি মৃত্যু।

আজ আর ভালোবাসা চাইব না

মো. ওয়ালিউল ইসলাম সাকিব

আজ আর ভালোবাসা চাইব না,
বরং একটু ঘৃণা দিও।
ছুঁয়ে দেখব, ঘ্রাণ নেব,
চেখে দেখব ঘৃণার স্বাদ;
ভালোবাসায় এখন বড্ড ক্লান্তি লাগে,
লাগে কেমন যেন একঘেয়ে!
সেই কবে থেকে পুষে চলেছি,
কৈশোর থেকে আজ অবধি,
আর কত?
একটা পাঁচ ইঞ্চি হৃদয়ে কতটাই বা ভালোবাসা ধরে রাখা যায়?
তবুও রেখেছি,
ঠিক যতটা ধরে রাখা যায়;
পুড়েছি অনলে বারংবার,
পুড়ে পুড়ে হয়েছি ছাই।
হায় ভালোবাসা,
আজ বড় বেশিই ক্লান্ত।
আজ নাহয় হোক ছুটি,
যাবতীয় ভালোবাসা থেকে।
ঘৃনা চাই,আমাকে ঘৃনা দাও,
আজ আর ভালোবাসা চাইব না।

আবারো আমি হয়ে উঠি মানুষ

মো. ওয়ালিউল ইসলাম সাকিব

প্রতিবার ট্রিগারে হাত রেখে আবারো আমি ফিরে যাই,
শেষ আলোয় ঝলমলে লাল পাহাড়ীতে,
শ্যাওলা ঘেরা স্যাঁতস্যাঁতে বারান্দায়।
আবারো আমি মানুষ হয়ে উঠি,
কয়েক ন্যানো সেকেন্ড;
তারপর আবারো ফিরে আসি,
মনোযোগী হই আঙ্গুলের মৃদু কাঁপুনিতে।
নার্ভাস পয়েন্টে তাক করি রিভলবার,
কপাল বেয়ে তরতর করে নেমে আসে অবশিষ্ট মনুষ্যত্ব!
পিড়পিড় করে নিউরনগুলি,
আবারো ফ্ল্যাশ ব্যাক,
শুভ্র হাসিমাখা হরিণী দুটি চোখ।
লাল পাহাড়ির পাদদেশে,ঝর্নায়,
সম্মোহনের নদীস্রোতে আটকায় মুহূর্ত;
রক্তবর্ণ চোখে পলক ফেলি সতর্ক হয়ে,
ঠাস-ঠাস-ঠাস,
গুনে গুনে তিন রাউন্ড সিধীয়ে দেই,
ছটফট করতে করতে পাঁক খেয়ে পড়ে যায় টার্গেট।
ঠিকরে বেরোয় লাল পাহাড়ির শেষ আলো,
নাকে এসে লাগে স্যাঁতস্যাঁতে বারান্দার মাতাল করা গন্ধটা,
ট্রিগারে হাত রেখে আবারো আমি ফিরে যাই;
এবং আবারো আমি হয়ে উঠি মানুষ।

তোমার প্রতি

মো. ওয়ালিউল ইসলাম সাকিব

 
নিঃশ্বাসও প্রতারণা করে কখনো কখনো,
ঘোর কাটতেই,
বুকে নেমে আসে যুদ্ধ-বিদ্ধস্ত পৃথিবী;
ট্রানজিস্টারে পুনঃ পুনঃ বাজে,
অনতিবিলম্বে যুদ্ধ বাধানো হবে প্রেমিকাদের বুকেও;
হৃদপিন্ডটা চিড়ে ফেলো না প্রেয়সী,
জমাট ভালোবাসা উষ্ণতায় গড়িয়ে যাবে তবে।
অবসাদে নিজেকে পুড়িয়ো না,
ভুলেও,
ক্ষত কোরো না হৃদয়,
যুদ্ধ পরবর্তী সময়ে ধুমপানে ভার বাড়ে পাথরের;
দহন বাড়লে ফিরিয়ে দিয়ো আবারো,
পাথরচাপা বুক থেকে,এক বুক যুদ্ধ-বিদ্ধস্ত পৃথিবী।
প্রতিদানে,
তোমার প্রতি;
ছুড়ে দেব বিষাদময় উড়ন্ত চুমু।

কবি: মো. ওয়ালিউল ইসলাম সাকিব।
শিক্ষার্থী, যোগাযোগ ও মাধ্যম শিক্ষা।
ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)।