ইকরাম আহমেদ লেনিনের কবিতা “নারী”

ইকরাম আহমেদ লেনিনের কবিতা “নারী”

শেয়ার করুন

কবিতা
নারী
ইকরাম আহমেদ লেনিন

‘কুড়িতেই বুড়ি’ প্রবাদটা ছিল
বাঙালি নারীর দখলে
মিছে হয়ে গেছে সেই সে প্রবাদ
স্বীকারিছে দেখ সকলে
বাঙালি রমণী জিনিয়াছে দেখ
এভারেস্ট আর হিমালয়
শৃঙ্গের পর শৃঙ্গে পা ফেলে
পাহাড় করেছে জয়
বলেছিল কবি, ‘পুরুষ রমণী
কোন ভেদাভেদ নাই’
বাঙালি রমণী নিজ গুণে দেখ
নিজেই গড়েছে ঠাঁই
গৃহকোণে আর নেইতো বন্দী
অবলা নয়কো নারী
নারী বলে আর নয় হেলাফেলা
ভেবে নাও তাড়াতাড়ি
কত রূপে দেখি নারীকে ভূবনে
কভু বধু কভু মাতা
কভু বোন কভু দরদী বন্ধু
বিপদেই বড় ত্রাতা
ঘর-সংসার অফিসের কাজে
সমশক্তিতে মেয়ে
পুরুষের পাশে সমপদ ফেলে
সুমুখে চলছে ধেয়ে
নারী নহে কভু নিচু প্রজাতি
নর-নারী সমমান
হাতে হাত রেখে পাশাপাশি চলা
আসে নব উত্থান