ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এর এমডি মহিউদ্দিন আহমেদ
যখন প্রকাশনা ব্যবসা শুরু করি তখন থেকেই সামনে আদর্শ ছিলেন মহিউদ্দিন ভাই। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এর এমডি মহিউদ্দিন আহমেদ। যখন প্রথম সৃজনশীল প্রকাশক সমিতি’র গুরু দায়িত্ব গ্রহণ করি তখনও মাথার উপর ছিলেন তিনি। ২০১১ সালের এপ্রিল মাসে আমি নির্বাহী পরিচালক (সা. সম্পাদক) এবং মহিউদ্দিন আহমেদ সভাপতি’র দায়িত্ব নেই। এভাবেই দুই বছর সমিতি পরিচালিত হয়। তখন তিনি খুব সুস্থ ছিলেন না। তাই প্রায় সব দায়িত্ব আমাকেই সামলাতে হতো কিন্তু কখনও কোনো অসুবিধায় পড়তে হয়নি কারণ মাথার উপর থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিতেন। ২০১৩ সালের এপ্রিলে আমরা দুজন একসাথেই অবসর নেই সমিতি থেকে। ৫ বছর বিরতি দিয়ে আমি আবার সমিতি’র দায়িত্বে ফিরে আসি। এবার দায়িত্ব নেই সভাপতির। খুব সামনে থেকে যে দায়িত্ব পালন করতে দেখেছি মহৎ এই মানুষটিকে। কিন্তু ততদিনে তিনি প্রায় সম্পূর্ণ অবসর নিয়েছেন। তখন আমার সহকর্মী হন তাঁর কন্যা মাহরুখ মহিউদ্দিন। আজ মাহরুখের পোস্ট থেকে জানতে পারলাম প্রকাশনা জগতের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিষ্ঠাতাদের অন্যতম ব্যক্তি, সমিতির সাবেক সভাপতি, এ্যমিরিটাস প্রকাশক মহিউদ্দিন আহমেদ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন আজ ২২ জুন, ২০২১ মঙ্গলবার প্রথম প্রহর ১২.৪৫ মিনিটে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইয়ি রাজিউন)। পরম করুনাময়ের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করি। মাহরুখ মহিউদ্দিন বাবার পদাঙ্ক অনুসরণ করে দায়িত্ব নিয়েছিল UPL -এর। তাঁর পরিবারের প্রতি সমবেদনা।
ফরিদ আহমেদ, স্বত্বাধিকারী, সময় প্রকাশন