দেশে ফিরেছে বাংলাদেশ দল

দেশে ফিরেছে বাংলাদেশ দল

শেয়ার করুন

35স্পোর্টস ডেস্ক :

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে শনিবার দেশে ফিরেছে বাংলাদেশ। ফ্লাইট জটিলতার কারণে নির্ধারিত সময়ের একঘন্টা পরে শাহজালাল আত্মজার্তিক বিমান বন্দরে পৌছায় তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলার ধারাবাহিকতা পরবর্তী সিরিজগুলোতেও ধরে রাখতে চান মাশরাফি।

এটি এখন বাংলাদেশ দলের নিয়মিত দৃশ্য। বিদেশীদের মাটিতে ক্রিকেটাররা ভাল করায় বোর্ড কর্তারা বিমানবন্দরে বরণ করে  নেন খেলোয়াড়দের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠায় অধিনায়ক মাশরাফিকে স্বাগত বিসিবির সহ-সভাপতি মাহাবুব আনাম।

এদিকে, দেশে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক জানিয়ে দেন, আরো ভাল করার সুযোগ ছিল তাদের। তবে, এই অভিজ্ঞতা ২০১৯ বিশ্বকাপে কাজে আসবে।

দলের সাফল্যে কেবল সিনিয়রদের দিকে তাকিয়ে থাকলে চলবে না; দায়িত্ব নিতে হবে জুনিয়রদেরও।  আপতত ঈদের ছুটি। ১৮ আগস্ট দুম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এজন্য ১০ জুলাই পুনরায় প্রস্তুতিতে  ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা।