বাজেট নিয়ে কোনও অস্বস্তি নেই অর্থমন্ত্রীর

বাজেট নিয়ে কোনও অস্বস্তি নেই অর্থমন্ত্রীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাজেটে দেয়া ভ্যাট ,আর ট্যাক্স নিয়ে যখন নানা সমালোচনা,তখনও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বললেন বাজেট নিয়ে তিনি অখুশি নন, এমনকি এ নিয়ে তার কোন অস্বস্তিও নেই।

দাবি করলেন ১৫ শতাংশ ভ্যাট বসলেও জিনিষপত্রের দাম বাড়বেনা। আর যারা লাখ টাকার মালিক তারা সেই টাকার ওপর শুল্ক দেয়ার ক্ষমতা রাখেন।

দুপুরে ওসমানী মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন,বাজেট উচ্চাভিলাষী হলেও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।তাছাড়া বাজেটে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ দেয়া হয়নি দাবি করে তিনি বলেন ১০% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ সাধারন নিয়মেই আছে।

আগামী দু মাসের মধ্যে সঞ্চয়পত্রের সুদের হার কমানো নিয়ে নতুন করে পর্যালোচনা করা হবে।জনগনের ট্যাক্স এর টাকায় রাষ্ট্রায়ত্ব ব্যাংকের মুলধন যোগান দেয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন,সরকার ব্যাংকের লুটপাট কমানোর চেষ্টা করছে।