স্বর্ণের খনি ধসে কঙ্গোয় ৫০ জনের প্রাণহানি

স্বর্ণের খনি ধসে কঙ্গোয় ৫০ জনের প্রাণহানি

শেয়ার করুন

 

Congo mine collapse death

আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে পড়ে প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।

প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কিভু প্রদেশের কামিটুগা শহরে শুক্রবার অস্থায়ী খনিটিতে এই দুর্ঘটনা ঘটে।

রয়টার্স জানায়, ধসের সময় সুড়ঙ্গের ভেতর বেশ কয়েকজন খনি শ্রমিক ছিলেন। তারা কেউই বের হতে পারেননি।

প্রাদেশিক গভর্নর থিও এনগবাবিজে কাসি বলেছেন, ‘৫০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই তরুণ।’

কামিতুগা মেয়র আলেকজান্দ্র বুন্দিয়া বলেন, ‘আমরা এখনো হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই।’

গত বছরের অক্টোবরেও দেশটির অব্যবহৃত একটি স্বর্ণের খনিতে ভূমিধসের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। একই বছরের জুনে একটি তামা ও কোবাল্টের খনিতে ধসের ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৩ জনের।