মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী ৬০০ বন্দিকে মুক্তি

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী ৬০০ বন্দিকে মুক্তি

শেয়ার করুন

Myanmar people relese
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদের মধ্যেই ৬০০ বিক্ষোভকারীকে কারামুক্ত করে দেওয়া হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার সময় তারা সবাই আটক হয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কারাকর্মকর্তা বলেন, কারাগার থেকে আজ ৩৬০ পুরুষ ও ২৬৪ নারীকে আমরা ছেড়ে দিয়েছি।

আইনজীবী খিন মুয়াং জো আরও দুই মক্কেলের শুনানির জন্য কারাগারটিতে ছিলেন।

তিনি বলেন, স্থানীয় সময় সকাল ১০টায় ১৬টি বাসযোগে এসব বন্দিকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তারা নিজেদের বাড়িতে ফিরে যাবেন।

দেশজুড়ে চলমান বিক্ষোভ দমনে জান্তা সরকার রক্তক্ষয়ী সহিংসতার আশ্রয় নিয়েছে। বিক্ষোভকারীদের আটকের পাশাপাশি গুলি করেও হত্যা করা হচ্ছে।

এখন পর্যন্ত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৬০ আন্দোলনকারী নিহত হয়েছেন। ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত কর ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

এদিকে বুধবার রাজধানী নেপিদোতে একটি আদালতের শুনানিতে শান্তিতে নোবেলজয়ী বেসামরিক নেতা অং সান সু চিকে হাজির করা হয়।

এতে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে রাজনৈতিক পদে দায়িত্ব পালন থেকে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে তাকে।

কিন্তু তার আইনজীবী খিন মুয়াং জো বলেন, আগামী ১ এপ্রিল পর্যন্ত শুনানি স্থগিত করা হয়েছে। কারণ জান্তা সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশগ্রহণে সমস্যা হচ্ছে।