ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ২০২০ জনের মৃত্যু

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ২০২০ জনের মৃত্যু

শেয়ার করুন

Corona death india
ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ২ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৭০ জন দাঁড়িয়েছে।

দেশটিতে সংক্রমণ হারও আকাশচুম্বী। একদিনে রেকর্ড প্রায় ২ লাখ ৯৫ হাজার শনাক্ত হয়েছে।

ভারতে এখন পর্যন্ত শনাক্ত ১ কোটি ৫৬ লাখ ৯ হাজারের বেশি। গেল এক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিনই আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে সংক্রমণ। তবে এ পরিস্থিতিতেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সর্বাত্মক লকডাউনের কথা এখনই ভাবছে না তার সরকার।

তিনি জানান, সচেতনতা ও সাবধানতাই পারে করোনা থেকে বাঁচাতে।

এদিকে ব্রাজিলে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে ৩ হাজার ৪৮১ জন। মোট মৃত্যু ৩ লাখ ৭৮ হাজার ৫শর বেশি। সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৩ হাজার ১৭২ জন। যুক্তরাষ্ট্রেও থামছে না মৃত্যুর মিছিল। একদিনে করোনায় মারা গেছে ৮শ’ ৮১ জন।

বিশ্বে গেল ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ১৩ হাজার ৯০৫ জনের। এখন পর্যন্ত ভাইরাসটি ৩০ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।