বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ছাড়াল

শেয়ার করুন

Corona patient-2 (1)

বিশ্বের নানা প্রান্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৬২ লাখেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৪৪০ জনে দাঁড়িয়েছে।

আজ রাববার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, আক্রান্তের তালিকায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৪৩ লাখ ১৫ হাজার ৭০ জন। এই পর্যন্ত মারা গেছে ১ লাখ ৪৯ হাজার ৩৯৮ জন।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৩ লাখ ৯৬ হাজার ৪৩৪ জন। মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৪৯৬ জনের।

তালিকার তৃতীয় স্থানে থাকা ভারতে কোভিড-নাইনটিন রোগীর সংখ্যা ১৩ লাখ ৮৫ হাজার ৪৯৪ জন। মৃত্যু হয়েছে ৩২ হাজার ৯৬ জনের।

২১৫টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৭তম স্থানে। মোট আক্রান্ত ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। মারা গেছে ২ হাজার ৮৭৪ জন।