বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ৩ লাখ ছাড়ালো

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ৩ লাখ ছাড়ালো

শেয়ার করুন

Corona Italyl

 

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো সাড়ে তিন লাখ। ২৪ ঘণ্টায় আরও চার হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। মোট আক্রান্ত ৫৭ লাখ মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৪ হাজারের বেশি।
মঙ্গলবার সর্বোচ্চ মৃত্যু দেখেছে, মহামারির এখনকার হটস্পট ব্রাজিল। এদিন এক হাজারের বেশি প্রাণহানি হয়েছে দেশটিতে। মোট মৃত্যু ২৫ হাজারের কাছাকাছি। আক্রান্ত প্রায় চার লাখ মানুষ। নতুন করে সাড়ে ৭শ’ মৃত্যুর পর, যুক্তরাষ্ট্রে প্রাণহানি ছুঁয়েছে লাখের কোটা। আক্রান্ত সোয়া ১৭ লাখ। মহামারির পাঁচ মাসে প্রথমবার রেকর্ড পৌনে দু’শ’ প্রাণহানি হয়েছে রাশিয়ায়। সংক্রমণে তৃতীয় শীর্ষ দেশটিতে আক্রান্ত তিন লাখ ৬২ হাজার মানুষ। যুক্তরাজ্য-ইতালি-স্পেন-ফ্রান্সসহ ইউরোপের সব দেশেই কোভিড নাইনটিনে সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী গ্রাফ অব্যাহত।