উ.কোরিয়ার ক্ষেপাণাস্ত্রের জবাবে যুক্তরাষ্ট্রের ক্ষেপাণাস্ত্র পরীক্ষা

উ.কোরিয়ার ক্ষেপাণাস্ত্রের জবাবে যুক্তরাষ্ট্রের ক্ষেপাণাস্ত্র পরীক্ষা

শেয়ার করুন

45বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। কোরীয় উপদ্বীপে চলা এই মহড়ায় বুধবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় তারা।

মার্কিন প্যাসিফিক কমান্ড জানায়, উত্তর কোরিয়া অবৈধ কর্মকাণ্ডের জবাবেই এই পদক্ষেপ নিয়েছে তারা। আর দক্ষিণ কোরিয়া তাদের হিউনমু মিসাইল পরীক্ষা করেছে যা খুব দ্রুত আঘাত হানতে সক্ষম।

মঙ্গলবার সকালে জাপান সাগর অভিমুখে হোয়াসং-১৪ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। যা উৎক্ষেপণের প্রায় ৩৯ মিনিট পরে ৯৩০ কিলোমিটার দূরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই সামরিক জোট কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে অঙ্গীকারাবদ্ধ বলেও দাবি করে প্যাসিফিক কমান্ড। তবে মার্কিন এই  সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া  এখনও কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।