উ.কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

উ.কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আরোপে সম্মত হতে, সদস্য রাষ্ট্রগুলোকে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

কদিন আগেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে নিষেধাজ্ঞার এই খসড়া প্রস্তাব সম্পর্কেও স্পষ্ট আভাস দেওয়া হয়েছিল। আলজাজিরা তাদের এক প্রতিবেদনে শনিবার জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞায় তেল-গ্যাসসহ জ্বালানি খাতে উ. কোরিয়ায় রফতানি নিষিদ্ধ করা হতে পারে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে খুব বেশি কিছু যোগ করার অবকাশ নেই৷

মার্কিন প্রশাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপর সে দেশে পেট্রোলিয়াম সরবরাহ নিষিদ্ধ করার জন্য চাপ দিচ্ছে৷ উত্তর কোরিয়া থেকে বস্ত্র ও শ্রমিক আমদানিও বন্ধ করতে চায় ওয়াশিংটন৷ বিদেশে শীর্ষ নেতা কিম জং উন-এর সম্পত্তি আটক রাখা ও তাঁর বিদেশ ভ্রমণ নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবের খসড়ায় অন্তর্ভূক্ত করেছে মার্কিন প্রশাসন৷ শুক্রবার জাতিসংঘের মার্কিন মিশন এক বিবৃতিতে জানায়, নতুন করে উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করতে সোমবার যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে তাদের দেওয়া খসড়া প্রস্তাবের পক্ষে ভোট চাইবে।