শর্তসাপেক্ষে গাদ্দাফির ছেলেকে জেল থেকে মুক্তি

শর্তসাপেক্ষে গাদ্দাফির ছেলেকে জেল থেকে মুক্তি

শেয়ার করুন

_96435664_66be2201-38f5-4ceb-bdf3-c93b80e668f6বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত লিবীয় নেতা মুয়াম্মা গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গা্দ্দাফিকে জেল থেকে মুক্তি দেয়া হয়েছে। তবে তিনি কোন জনসংযোগ বা প্রচারণা করতে পারবেন না। শনিবার  আল-জাজিরাকে এ তথ্য জানায় লিবিয় কারা-কর্তৃপক্ষ।

২০১১ সালে ন্যাটোর নেতৃত্বে সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতন হয়। ওই বছর নভেম্বরে গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ নাইজারে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

২০১৫ সালের জুলাইয়ে ত্রিপোলির এক আদালত তার মৃত্যুদণ্ড জারি করে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের চোখেও তিনি যুদ্ধাপরাধী। লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ি এলাকার এক কারাগারে আটক ছিলেন সাইফ।  শনিবার রাতে সাইফ আল ইসলামকে ওই কারাগার থেকে মুক্তি দেয়া হয়্।