জাপান সাগরে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

জাপান সাগরে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

শেয়ার করুন

_96794806_040401595-1বিশ্বসংবাদ ডেস্ক :

জাপান সাগরে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে উত্তর পিয়ংগান প্রদেশ থেকে এই মিসাইল ছোঁড়া হয়।
_95294552_icbm_trajectories_624_v2.pngজাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি ৪০ মিনিট ওড়ার পর জাপান সাগরে গিয়ে পরে। এর একদিন আগেই উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা বন্ধে জাপানের প্রধানমন্ত্রী ও চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ দেওয়ার জন্য চীনকে বরবারই আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

কিন্তু উত্তর কোরিয়াকে প্রতিহত না করায় চীনের উপর হতাশ যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা কর্মসূচিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। তবে উত্তর কোরিয়া এসব নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।