কোন নিষেধাজ্ঞা পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারবে না : কিম

কোন নিষেধাজ্ঞা পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারবে না : কিম

শেয়ার করুন

3537a0495f904ad29ca35dd250b12bf1_18বিশ্বসংবাদ ডেস্ক :

কোন নিষেধাজ্ঞায় পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারবে না বলে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার উপর বেশি করে নিষধাজ্ঞা আরোপ এবং চাপ প্রয়োগ করলে পারমাণবিক কর্মসূচিকে আরও ত্বরান্বিত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নেয়া পদক্ষেপের জবাব দিতে গিয়েই এই প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। এক বার্তায় পিয়ংইয়ং, জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞাকে জঘন্য, অনৈতিক এবং অমানবিক আচরণ বলে উল্লেখ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট জাতিসংঘের কাছে উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়াতে জোরালো প্রস্তাব দেন। সম্প্রতি, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সীমান্তে যৌথ সামরিক মহড়া চালায়। এরপর, পিয়ংইয়ং তাদের ক্ষেপনাস্ত্র কর্মসূচি আরও জোরদার করে। গত শুক্রবার, জাপানের উপর দিয়ে ৩ হাজার ৭শ কিলোমিটার দূরে নিক্ষেপযোগ্য  সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।