লাস ভেগাস হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯, পুতিন-ওবামার শোক

লাস ভেগাস হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯, পুতিন-ওবামার শোক

শেয়ার করুন

_98101321_0a6f1599-6f8a-4de8-9448-30ad9470eea2বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনসার্টে হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

রোববারের ওই হামলায় সন্দেহভাজন হামলাকারী ৬৪ বছর বয়সী স্টিভেন প্যাডোক নামের নিহত এক ব্যক্তিকে তারা শনাক্ত করতে পেরেছে দেশটির পুলিশ। তিনি একজন ঝানু ও পেশাদার জুয়াড়ি। প্রতিবেশী ও পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। এরইমধ্যে এ সংক্রান্ত তথ্যপ্রমাণ এফবিআই’র হাতে পৌঁছেছে।_98115357_3b03414c-ec7b-4637-a9bc-2074e74c0e19তার ভাই এরিক প্যাডক বলেন,  প্রায়ই হাজার হাজার ডলারের জুয়ায় অংশ নিতো ষ্টিফেন প্যাডক। তার বাবার নামও এক সময় এফবিআই-এর টেন মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। কারণ সে ছিল একজন পলাতক ব্যাংক ডাকাত।

এক সংবাদ সম্মেলনে লাস ভেগাস পুলিশ জানায়, ৬৪ বছরের স্টিফেন প্যাডক একাই হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। তাকে হত্যার পর আর ঘটনাস্থলে আর কোনও ঝুঁকির আশঙ্কা নেই। পুলিশের ধারণা, হামলাকারী কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গেও জড়িত নয়।