লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৫০

লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৫০

শেয়ার করুন

_98104771_lockdown

বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে একটি উন্মুক্ত কনসার্টে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ এ দাড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার রাত সাড়ে দশটার দিকে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের অভিযানে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়। এ ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
_98104767_runningwithpersonগিটারের সুর থেমে যায় একটানা গুলির শব্দে। আনন্দ আর উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হয় বিষাদে।

রোববার স্থানীয় সময় রাত সাড়ে দশটা। লাস ভেগাসের ম্যান্দালয় বে হোটেল এন্ড ক্যাসিনো থেকে অল্প দূরত্বে হামলার ঘটনা ঘটে। রুট নাইনটি ওয়ান হারভেস্ট সংগীত উৎসবের শেষ মুহূর্ত তখন। সংগীতশিল্পী জ্যাসন আলদিয়ান যখন সংগীত পরিবেশন করছিলেন তখনই গুলি শুরু হয়। একটানা গুলির আওয়াজে থেমে যায় কনসার্ট।_98104623_policefacesতখনো থেমে থেমে গুলি চলছিল। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ-রক্তাক্ত কয়েকজন মাটিতে পড়ে যান। ভয়ে-আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন কনসার্টে অংশ নেয়া কয়েক হাজার মানুষ। যে, যেখানে, যেভাবে পেরেছেন নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। মাটিতে শুয়ে, মঞ্চের পেছনে লুকিয়ে কিংবা দৌড়ে পালিয়ে নিরাপদ হওয়ার চেষ্টা করেন।_98104309_scramblingকিন্তু ততক্ষণে গুলিবিদ্ধ হন অনেকেই। তাদের টেনে হিচড়ে সরিয়ে নেয়ার চেষ্টা করেন কেউ কেউ। ঘটনার পরই ছুটে আসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় তারা। এর মধ্যেই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

পুলিশ জানায়, কনসার্ট এরিয়ার পাশেই অবস্থিত ম্যান্দালয়া বে হোটেলের ৩২ তলা থেকে অটোমেটিক রাইফেল দিয়ে গুলি চালায় স্থানীয় এক যুবক। পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম স্টিভেন প্যাডক। বয়স ৬৪। তিনি ঐ শহরেরই একজন বাসিন্দা। পুলিশ জানায়, পরে তারা মি. প্যাডককে গুলি করে হত্যা করেছে।
_98104307_cowboyboots
মার্কিন ইতিহাসে এটাই সবচেয়ে শোচনীয় বন্দুক হামলার ঘটনা। তার সাথে কোন জঙ্গী গোষ্ঠীর যোগাযোগ নেই বলেই কর্তৃপক্ষ বিশ্বাস করে।

ওদিকে পুলিশ জানিয়েছে, ঐ হামলাকারীর সাথে ছিলেন ম্যারিলু ডেনলি নামে এক নারীর খোঁজ পাওয়া গেছে। পুলিশ এখন তার সাথে কথা বলার চেষ্টা করছে।

পুরো এলাকা ঘিরে রেখেছে সশস্ত্র পুলিশ সদস্যরা। লাস ভেগাসগামী বিমান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

_98106353_runningসামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঘটনাস্থলের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর গুলির যে শব্দ শোনা যাচ্ছে ধারণা করা হচ্ছে সেটা একটানা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ।

টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যাচ্ছে লাস ভেগাস স্ট্রিপে ভারী অস্ত্রসহ পুলিশ অবস্থান করছে। ঐ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এদিকে স্থানীয় হাসপাতালের একজন মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছে গুলিতে আহত এমন অন্তত ২০ জনকে তার এখন চিকিৎসা দিচ্ছে।