রোহিঙ্গাদের হত্যাকে গণহত্যা বলতে নারাজ কফি আনান

রোহিঙ্গাদের হত্যাকে গণহত্যা বলতে নারাজ কফি আনান

শেয়ার করুন

kofi-annan কফি আনানএটিএন টাইমস ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে ৮৯ জন রোহিঙ্গা মুসলিম হত্যার ঘটনাকে গণহত্যা বলতে রাজি নন তদন্ত কমিশনের প্রধান কফি আনান।

তিনি জানান, সেখানে বিবাদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। সংঘর্ষ হয়েছে। যার ফলে এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি রাখাইন রাজ্য পরিদর্শনের পর মঙ্গলবার বিবিসিকে দেয়া সাক্ষাতকারে জাতিসংঘের সাবেক মহাসচিব একথা বলেন।

অথচ মিয়ানমারের মানবাধিকার সংস্থাগুলো বলছে রোহিঙ্গা হত্যার ঘটনা শতাধিক। বাড়িঘর পোড়ানো হয়েছে। নারীরা হয়েছে নির্যাতিত। এ পর্যন্ত ২১ হাজার ৯০০ রোহিঙ্গা মুসলিম প্রাণভয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

দুদিন আগে রোহিঙ্গাদের হত্যাকে গণহত্যা আখ্যা দিয়ে তা বন্ধে সুচি সরকারকে হুমকি দেয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তার বক্তব্যের প্রেক্ষিতেই কফি আনান বলেন, গণহত্যা শব্দ ব্যবহারে আন্তর্জাতিক মহলকে খুব সতর্ক থাকতে হবে।

রোহিঙ্গা ও বৌদ্ধদের ঐক্যবদ্ধ করতে একটি শান্তিপূর্ণ সমাধানের উপায় বের করার ওপর জোর দেন কফি আনান।