হোয়াইট হাউজের চাবি ট্রাম্পের পকেটে

হোয়াইট হাউজের চাবি ট্রাম্পের পকেটে

শেয়ার করুন

trump111এটিএন টাইমস ডেস্ক:

সমস্ত নির্বাচনী জরিপ, বিশেষজ্ঞদের মন্তব্যকে পিছনে ফেলে যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে, ২৭টি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। তার ঝুলিতে এসেছে ২৭৬টি ইকেট্ররাল কলেজের সমর্থন। ট্রাম্পের জয় পাওয়া রাজ্যগুলো হলো: ফ্লোরিডা, টেক্সাস, আরাকানসাস, সাউথ ক্যারোলাইনা, নর্থ কারোলাইনা, ওয়েস্ট ভার্জিনিয়া, কেন্টাকি, ওহাইও, ইন্ডিয়ানা, ওকলাহোমা, ক্যানসাস, নেব্রাস্কা, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়াইওমিং, মন্টানা, আইডাহো, লুইজিয়ানা, মিসিসিপি, আলবামা ও টেনেসি রাজ্যে।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ, দৃষ্টি রাখছেন এই ফলাফলের দিকে। ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীকে জয়ী হতে হলে, ২৭০টি ইলেক্ট্রোরাল কলেজের সমর্থন লাগবে। আর হিলারি ক্লিনটন জয় পেয়েছেন ১৮টি অঙ্গরাজ্যে। সেগুলো হলো: নিউইয়র্ক, নেভাদা, ওয়াশিংটন ডিসি, ইলিনয়স, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, নিউ জার্সি, কানেক্টিকাট, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, নিউমেক্সিকো, ওরেগন, ভারমন্ট, কলোরাডো, রোড আইল্যান্ড, ডেলাওয়ার ও হাওয়াই রাজ্যে।

ভোট গণনা এখনো চলছে। তবে জয়ের কাছাকাছি পৌছে যাওয়ায়, এরইমধ্যে উল্লসিত ট্রাম্পের সমর্থকরা। ফলাফল প্রকাশের পর, হতাশা নেমে আস হিলারির নির্বাচনী সদর দপ্তরে।