শ্রদ্ধাবোধ বজায় রাখতে দুতের্তেকে হিলারির আহবান

শ্রদ্ধাবোধ বজায় রাখতে দুতের্তেকে হিলারির আহবান

শেয়ার করুন

US-VOTE-DEMOCRATS-CLINTON

বিশ্ব সংবাদ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের পারস্পরিক সুসম্পর্ক অক্ষুন্ন রাখতে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের প্রতি আহবান জানিয়েছেন হিলারি ক্লিনটন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে অশ্লীল গালি দেন ফিলিপিনো প্রেসিডেন্ট। এর জেরে তার সঙ্গে বৈঠক বাতিল করেন ওবামা। যদিও পরে দুঃখ প্রকাশ করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। কিন্তু এরই মধ্যে দু’দেশের সম্পর্কে একটু টানাপোড়ন সৃষ্টি হয়েছে।

এই সম্পর্ককে শীতল করতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ফিলিপাইনের প্রতি আহবান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, দু দেশের অনেক বিষয় পরস্পরের সঙ্গে জড়িত। এই সম্পর্কের গুরুত্ব অনুধাবন করে পারস্পরিক শ্রদ্ধাবোধ রাখা উচিত।

আঞ্চলিক ক্ষেত্রে চীনের প্রভাব মোকাবেলায় ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর নির্ভরশীল। তাই এই ঘটনা উভয় দেশের সম্পর্কে তেমন প্রভাব পড়বে না বলে ধারণা বিশ্লেষকদের।